সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে সূর্যমুখীর বাম্পার ফলন

বিশেষ প্রতিনিধি
সময় : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

গত বছরের তুলনায় এবার দেশে সূর্যমূখীর চাষ বেড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেশের তেলের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সূর্যমুখীর আবাদ। সম্প্রতি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা যায় বিগত বছরের তুলনায় এবার সূর্যমূখীর চাষ বেড়েছে বহুগুণ। স্থানীয় তেলের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেরও রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে সূর্যমুখীর।

এবার আবহাওয়া পরিস্থিতি ভালো থাকায় গেলো বছরের চেয়ে উৎপাদন অনেক ভালো হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। সুবর্ণচরের প্রায় সকল ইউনিয়নে সূর্যমুখীর আবাদ চোখে পড়ার মতো। স্থানীয় পর্যায়ের কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদেরকে সূর্যমুখী বীজ সরবরাহ করা হয় এবং প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। অনুকূল পরিবেশ এবং ভালো বীজ পেয়ে সূর্যমুখী চাষ করতে পেরে কৃষকরা আনন্দিত এবং ভবিষ্যতে আরো বেশি ফলনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাবে এমন প্রত্যাশা তাদের।