সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

বিশেষ প্রতিনিধি
সময় : সোমবার, ৩১ জুলাই ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
amarkhobor.com
Amar Khobor Sobar Khobor

ছবি: সংগৃহীত

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

শনিবার (২৯ জুলাই) সকাল ৭টা ২৬ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। খবর এনডিটিভির।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

সূত্র: বার্তা২৪.কম