রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
আর দুদিন পর পর্দা উঠবে অমর একুশে বইমেলা-২০২৪ এর। এবার করোনার মতো মহামারি কিংবা কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। লিপইয়ার হওয়ায় মিলছে একদিন বাড়তি সময়। সঙ্গে যোগ হয়েছে মেট্রোরেল সুবিধা। সব মিলে ভালো একটি মেলার আশা করছেন প্রকাশকরা। বাংলা একাডেমি মেলার সব আয়োজন নিজেরাই সম্পন্ন করছে এবার। স্টল বিন্যাস, প্রবেশপথ, খাবারের ব্যবস্থাসহ মেলা প্রাণবন্ত করতে একাডেমির পক্ষ থেকেও থাকছে নানান আয়োজন।