নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবর্তন আসছে রিটার্নিং ও প্রিজাইডিং নিয়োগে : সিইসি

বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বড় পরিবর্তন আনা হচ্ছে রিটার্নিং-প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে। কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।  ভোটে অনিয়ম বন্ধে নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশন নতুন এ কৌশল নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটের সুযোগ দিতে এবার প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য চারটি বিকল্প পদ্ধতি বিবেচনা করে পোস্টাল ব্যালটেই ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিইসি। 

এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আগে থেকেই নিবন্ধন করতে হবে। শুধুমাত্র নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটাররাই পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো অংশ নিতে পারবেন ভোটে।

তিনি বলেন, আমরা এখন অনলাইনে একটা প্ল্যাটফরম বানাবো, মানুষের অপশন নেওয়ার জন্য, তাদেরকে প্রবাসী ভোটার হিসেবে ট্রিট করবো। পরে তাদের কাছে ব্যালট পেপার পাঠাবো। এটা অনেকটা কস্টলি (ব্যয়বহুল) হবে। আমরা এজন্য ডিএইচএল ও ফেডেক্সের (আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস) সাথে কথা বলেছি। একেকটা ভোটের জন্য পাঁচ হাজার টাকা লাগবে।

নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটের জন্য কি এত খরচ ব্যয় করবে— এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, এটা হলো ডিএইচএল ও ফেডেক্সের খরচ। তবে সরকারি পোস্ট অফিসের মাধ্যমে এটা করলে ভোটার প্রতি ৭০০ টাকা খরচ হবে। তাদের সাথে কথা হয়েছে, তারা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করবে। কুইকলি যাতে হয়।

তিনি আরো বলেন, আমরা যে শিডিউল দেই, নমিনেশন পেপার থেকে শুরু করে সবকিছু, প্রতীক বরাদ্দ না হলে তো আমরা দিতে পারি না। যখন প্রতীকটা বরাদ্দ তখনই না আমরা ব্যালট পেপার ছাপাই। সুতরাং এই যে ব্যালট পেপার ছাপানো থেকে ভোটের দিন পর্যন্ত আমরা কমবেশি ১২ দিন মাত্র সময় পাই। কারণ এই পোস্টাল ব্যালট যখন আমরা এক্সিকিউট করবো, আমাকে এই ১২ দিনের মধ্যেই ব্যালট পাঠানো, ব্যালট ফেরত আনা করতে হবে। এক্ষেত্রে প্রায় ২৪ শতাংশের মতো সিস্টেম লস আছে। আমাদের মতো দেশে এটা আরও অনেক বেশি সিস্টেম লস হতে পারে। তবে আমরা চেষ্টা করছি যে, মোটামুটিভাবে একটা সাইজাবেল নম্বর, প্রবাসীদেরকে আমরা নিয়ে আসবো।

প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, বিগত নির্বাচনগুলোতে, যারা রিগিংয়ে (ভোট কারচুপি) সহায়তা করেছে যে সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আমরা তাদেরকে যথাসম্ভব পরিহার করবো। 

তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের জেলা অফিসাররা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আমরা অলরেডি এই কাজ শুরু করেছি। যথাসম্ভব আগামী নির্বাচনে তাদেরকে আমরা পরিহার করবো। তাদেরকে কাজে লাগাবো না।  

তিনি বলেন, আমাদের চিন্তা আছে ব্যাংকের অফিসারদের দায়িত্ব দেওয়া। কারণ এরা তো সরকারে ছিল না। এরা তো রিগিংয়ের সহযোগী ছিল না। আমরা ব্যাংকগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখছি। 

রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের পরিবর্তে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংস্কার কমিশনও এই প্রস্তাব করেছে। নির্বাচন কমিশনের অফিসাররা আগে তো এমন দায়িত্ব কখনো পালন করেনি। লোকাল গভমেন্টে কিন্তু রিটার্নিং কর্মকর্তা ছিল। বহু সিটি কর্পোরেশনে তো তারা রিটার্নিং অফিসার ছিল। 

তিনি বলেন, শুধুমাত্র নিজস্ব কর্মকর্তা হলেই তাদেরকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিবে না ইসি। এক্ষেত্রে তাদের যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। 

তিনি আরো বলেন, মোটামুটিভাবে তাদের যোগ্যতা দেখে কিছু ক্ষেত্রে আমাদের অফিসারদের নিয়োগ করবো। তবে শর্ত হলো যে, তাদেরকে উপযুক্ত কর্মকর্তা হতে হবে। বাকিটা আমাদের জেলা প্রশাসকের ওপর নির্ভর করতে হবে। যাচাই করে যাদের যোগ্য মনে হবে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।

সূত্রঃ  বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, সৎমা আটক

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

জুনে ভাঙল পাঁচ মাসের রেকর্ড, আগস্ট-সেপ্টেম্বর হতে পারে ভয়াবহ

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

১৫টি বগি রেখেই চলে গেল ট্রেন

5

গুপ্তচরবৃত্তির অপরাধে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধা

6

মিডফোর্ড হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনের রিট কার্যতাল

7

এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার

8

অতিরিক্ত টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

9

শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

10

আজ গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

জাতীয় দলে সাকিবকে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভ

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

পরিবর্তন আসছে রিটার্নিং ও প্রিজাইডিং নিয়োগে : সিইসি

15

প্রবাসীর এক ভোটে খরচ ৭০০ টাকা! চালু হচ্ছে পোস্টাল ব্যালট

16
শিরোনাম: শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | জাতীয় দলে সাকিবকে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি | গুপ্তচরবৃত্তির অপরাধে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান পাস করল ইরান | ১৫টি বগি রেখেই চলে গেল ট্রেন | মিডফোর্ড হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনের রিট কার্যতালিকা থেকে বাদ | শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, সৎমা আটক | প্রবাসীর এক ভোটে খরচ ৭০০ টাকা! চালু হচ্ছে পোস্টাল ব্যালট | পরিবর্তন আসছে রিটার্নিং ও প্রিজাইডিং নিয়োগে : সিইসি | আজ গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন | এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার | অতিরিক্ত টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি | জুনে ভাঙল পাঁচ মাসের রেকর্ড, আগস্ট-সেপ্টেম্বর হতে পারে ভয়াবহ! | বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার | ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি | রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা |