সাকিবের এমন পারফর্মের পর দিন শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। সেই থেকে নতুন গুঞ্জন শুরু হয়েছে জাতীয় দলে কী তাহলে আবারো দেখা যাবে সাকিবকে। দেশে না হলেও তাহলে কী দেশের বাইরের সিরিজগুলোতে ফেরানোর কথা ভাবছে বিসিবি?
এমন গুঞ্জনের সত্যতা প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বললেন তাতে সাকিব ভক্তদের মন খারাপ হওয়াটা স্বাভাবিকই। তিনি আরো বলেন, 'না, না (সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে) এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।'
সাকিবের ফেরার খবরটি নেহাতই গুজব কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বুলবুল বলেন, 'বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবের ফেরার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা গুলো গেল দুই বছর ধরেই চলছে। এই তথ্যটা আসলে গুজব কি না আমি জানি না। তবে আমি তো বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।'
এর আগে গত শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলছিলেন, 'বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।'
মন্তব্য করুন