কঠোর নিরাপত্তায় শুরু হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমা


শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। এরইমধ্যে, হাজার হাজার মুসল্লি যোগ দিয়েছেন তুরাগ তীরের ময়দানে। ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান। শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও; অনানুষ্ঠাকিভাবে আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কাজ শুরু হয়েছে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন।

সাতস্তরের নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমা।